মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরাম উল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে মাদারীপুর পৌরসভার পুরান শহরে জেলা ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী মোঃ আরিফ সরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক মোঃ আরিফ সরদার, ফয়সাল আহম্মেদ সুমন, মোঃ রফিকুল ইসলাম রোমান মোল্লা, রুবেল হাওলাদার, মাইদুল ইসলাম রানা প্রমুখ।
এ সময় বক্তরা সাধারণ সম্পাদক আকরাম উল হাসানকে গ্রেফতার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং তার মুক্তির দাবী জানান।
খবর ৭১/ইঃ