নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
557

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার সরদার রকিবুল এর বলিষ্ঠ নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নড়াইল-যশোর সড়কের আবাদের মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলাধীন আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের আব্দুস সাত্তার শিকদারের ছেলে আলমগীর শিকদার (২৬) কে ৪২ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক আমিনুজ্জামানের নেতৃত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, এএসআই জহির, কনস্টেবল সোহাগ, রওশন, নাইম, শিপন, মোঃ আজাদ হুসাইন ও ডিবির আরেকটি চৌকশ টিমের সদস্য এএসআই আলমগীরের নেতৃত্বে, এএসআই রাজ্জাক, কনস্টেবল ওলিয়ার, বায়েজিদ, শিমুল, জাহাঙ্গীর, সাজ্জাদ, মুরাদসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল শাহাবাদ ইউনিয়নের সরসপুর বটতলা এলাকার পাকা রাস্তার উপর থেকে ৫১ পিচ ইয়াবাসহ আজিজুর (২৮) নামে অপর এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, ডিবি’র উপ-পরিদর্শক আমিনুজ্জামান ও উপ-পরিদর্শক আশিকুর রহমানের দুইটি গ্রুপই পৃথক অভিযান চালিয়ে মোট ৯৩ পিচ ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে শুক্রবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here