জাহিরুল ইসলাম,যশোর জেলা প্রতিনিধিঃ
শার্শার নাভারণ পল্লী ক্লিনিকে শুক্রবার সকালে রাশিদা বেগম দুটি জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম দেন।শিশু দুটির মাথা দুটি জোড়া লাগানো।শিশু দুটি জন্মের কয়েক ঘন্টা পর মারা যায়। রাশিদা ঘিবা গ্রামের জহির উদ্দীনের স্ত্রী। শিশু দুটি দেখতে ক্লিনিকের সামনে ভীড় করছে মানুষ।