নিখোঁজের ১২দিনে সন্ধান মিলেনি মাদ্রাসার ছাত্রের

0
367

 

লোকমান আলী, নাওগাঁ প্রতিনিধি: নিখোঁজের ১২দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসার ছাত্র (৯) ওমর ফারুকের। ফারুক নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজার হাফেজিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র । নিখোঁজ ফারুক একই উপজেলার বাজারপাড়া এলাকার গার্মেন্টস কর্মি মোস্তাফিজুর রহমানের ছেলে।

এ বিষয়ে নিখোঁজ ওমর ফারুকের বাবা গত ২/১১/২০১৭ তারিখে পোরশা থানায় জিডি করেন যার নং-৪৮। গত ২৮ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ফারুক

আদরের সন্তানকে হারিয়ে বাবা/মা খাওয়া-নাওয়া ছেড়ে দিয়ে পাগল প্রায়। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ বা সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে স্থানীয় থানায় অথবা ০১৭৮২-১২৩১৯৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

খবর ৭১/ ই:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here