বরগুনায় আওয়ামী লীগের আনন্দ র‌্যালী

0
396
বরগুনা প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত স্বাধীনতা ঘোষনার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন, জাতি সংঘের (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় বরগুনা জেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে এক আনন্দ র‌্যালী বের হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতালেব মৃধা, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গির কবির, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক  গোলাম সরোয়ার টুকু। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীলীগের অঙ্গসংগঠেেনর নেতৃবৃন্দ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here