লালমনিরহাটে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
477

খবর৭১:কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের মহাসড়কে চলমান যানবাহনের নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দ্বায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি মামলা ২হাজার ৪শতটাকা জরিমানা আদায়সহ ১০টি হর্ণ অপসারন করেছে।
জানাগেছে, গত ৫নভেম্বর হাইকোটের দেয়া আদেশ অমান্যকারী যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দ্বায়ে বুধবার সন্ধায়, হাতীবান্ধা উপজেলার হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন স্থানে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে নির্বাহী ম্যাজিষ্টেট ইউএনও আমিনুল ইসলাম, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০টি নিষিদ্ধ হর্ণ অপসারন ও ১০টি মামলা রুজু করে ২হাজার ৪শতটাকা জরিমানা আদায় করেছে।
উল্লোখ্য বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ বাদী সংগঠন হিউম্যান রাইটর্স এন্ড পিস বাংলাদেশ (এইচ আর পি বি)এর সস্পুরক আবেদনের শুনানী শেষে আদালত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধের আদেশ দেন। এ আদেশ অমান্যকারী যানবাহনের উপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here