নড়াইলে ভাই-বোনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা: থানায় মামলা

0
517

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আপন ভাই-বোনকে এলাপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনা নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামে ঘটেছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, গতকাল সকাল ৮টার দিকে বড়নাল মাদ্রাসার পূর্বপাশে ইমদাদ হোসেনকে ডেকে নিয়ে মুন্নাফ, ওবাদ মল্লিক ও তাদের সঙ্গীয় ৫/৬ জন মোঃ ইমদাদ হোসেনকে লোহার তৈরি ঝুপি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ভাইয়ের মার ঠেকাতে গিয়ে বোনকেও তারা পিটিয়ে মারাত্মক আহত করে। আহত মোঃ ইমদাদ হোসেন (৪২) ও মিলিনা বেগম আইচপাড়া গ্রামের মৃত সাহেব মল্লিকের ছেলে ও মেয়ে। জানা গেছে, দুর্বৃত্তরা ইমদাদের কাছে চাঁদা দাবী করলে সে চাঁদা দিতে স্বীকার না হওয়ায় মুন্নাফ ও ওবাদ মল্লিকের নেতৃত্বে ইমদাদ ও তার বোনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি মামলা হয়েছে। মামলা নং মামলা নং ০১/১২০, তারিখ: ০৪/১১/০১৭ইং। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাগেছে, সকাল ৮টায় বড়নাল মাদ্রাসার পূর্বপাশে ইমদাদ হোসেনকে ডেকে নিয়ে মারধর ও কুপিয়ে আহত করে। এ সময় এমদাদের চিৎকার চেচামেচিতে তার বোন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও (মিনিলা) লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। পরে ইমদাদ ও তার বোনকে তাৎক্ষণিকভাবে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ সময় ইমদাদের অবস্থা অবনতি হওয়ায় ঔদিনই কালিয়া হাসপাতাল হতে তাকে খুলনা ৫’শ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানেও কোন চিকিৎসা না হওয়ায় ঔদিনই পুনরায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎধীন রয়েছে। এদিকে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, গত শনিবার কলাবাড়িয়া ইঊনিয়নের আইচপাড়া গ্রামের পিং মৃত সাহেব মল্লিকের ছেলে মোঃ ইমদাদ হোসেনকে একই গ্রামের মুন্নাফ ও ওবাদ মল্লিকসহ আরো ৫/৬জনকে আসামী করে ঔদিনই নড়াগাতি থানায় একটি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা হয়। মামলা নং ০১/১২০, তারিখ: ০৪/১১/০১৭ইং। এ মামলায় কেউ গ্রেফতার হয়নি। এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এমন কয়েকজন জানান, আইচপাড়া গ্রামের মুন্নাফ ও ওবাদ মল্লিকগণদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী এ ঘটনার ন্যায় বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here