সুন্দরবনে অস্ত্রসহ ২ ‘জলদস্যু’ আটক, ১৭ জেলে উদ্ধার

0
413

সেলিম হায়দার, খবর ৭১ : র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হওয়ার ৩৬ ঘণ্টার মাথায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আরো দুই ‘জলদস্যু’ আটক হয়েছে। বুধবার রাতে র‌্যাব-৬ এ অভিযান পরিচালনা করে।

এ সময় দুটি অস্ত্রসহ খায়রুল ইসলাম ও সেলিমকে আটক করা হয়। জিম্মি থাকা ১৭ জন জেলেকে উদ্ধার করেছে র‍্যাব। জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

র‌্যাব ৬-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবনের মালঞ্চ নদীর ধারে ভারানির খালে তাঁর নেতৃত্বে অভিযান চলছিল। এ সময় কৌশল অবলম্বন করে জিম্মি জেলে ও জলদস্যুদের ঘিরে ফেলা হয়। একপর্যায়ে নূরে আলম বাহিনীর সদস্য দুই জলদস্যুকে অস্ত্রসহ হাতেনাতে ধরা হয় এবং জেলেদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়। এই বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here