সড়ক দূর্ঘটনায় রাজধানীতে এক যুবকের মৃত্যু

0
469

খবর৭১:রাজধানীর তেজগাঁও বিজয় সরণি এলাকায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মিঠুন বিশ্বাস (২০)।

সে ঢাকা জেলার নবাবগঞ্জের সুভন চন্দ্র বিশ্বাসের ছেলে এবং রাজধানীর ফার্মগেট ব্যাটারি গলি এলাকায় থাকত। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে দূর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে লোকজন জানান, বিজয় সরণি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয় মিঠুন। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিঠুনের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা ঢামেক হাসপাতালে ছুটে আসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here