বেঁচে গেলেন ঐশ্বরিয়া

0
487

খবর ৭১:আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফ্যানি খান’ ছবিটি। এ ছবিতে অভিনয় করছেন অনিল কাপুর, রাজকুমার রাও এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। এদিকে রোববার ঐশ্বরিয়া যখন শুটিং করছিলেন, তখন শুটিং সেটে ঘটল এক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন ঐশ্বরিয়া রাই। তার কোনো ক্ষতি হয়নি। গুরুতর আহত হয়েছেন ছবির সহকারী পরিচালক। ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের ফ্লোরা ফাউন্টেন এলাকায় শুটিংয়ের সময় একটি মোটরসাইকেল পেছন থেকে এসে সহকারী পরিচালককে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ইউনিটের লোকজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ছবির পরিচালক অতুল মাঞ্জেকর জানান, ঐশ্বরিয়ার একটি দৃশ্য ধারণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দৃশ্যটিতে রাস্তায় দাঁড়িয়ে তার ট্যাক্সিক্যাব ডাকার কথা। শট শুরুর আগে সহকারী পরিচালক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে আঘাত করে। সহকারী পরিচালকের কানে ওয়াকিটকির হেডফোন থাকায় তিনি মোটরসাইকেলের আওয়াজ শুনতে পাননি। গুরুতর জখম হলেও প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতালে নেয়া হয়। আইন অনুযায়ী পুলিশ সেই মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করছে। অস্কার মনোনয়ন পাওয়া হলিউডের ‘এভরিবডি ফেমাস’ ছবির হিন্দি রিমেক ‘ফ্যানি খান’।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here