শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা)॥
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
দিনব্যাপী তিনি পাইকগাছার গড়ইখালী,উত্তর ও দক্ষিণ বাইনবাড়িয়া, কুমখালী, পাতড়াবুনিয়া ও কয়রার চান্নিরচক, শুড়িখালী ও হড্ডার বিভিন্ন গ্রামের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি গড়ইখালী ইউপির সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি তপতোষ কুমার মন্ডল ও সাবেক ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল সানার বাড়ীতে যান। এসময় উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সম্পাদক এস,এম, আয়ুব আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সাত্তার নন্তু, প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুস সালাম কেরু, দূর্গাদাশ মন্ডল, বিপুল মন্ডল সহ মনিরুল ইসলাম, মানবেন্দ্র নাথ মন্ডল, সঞ্জিব বর্মন, আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রসেন ঢালী, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, বিলাস রায়, অনিমেশ, দেবব্রত, আনিস, হাবিবুর, বিষ্ণুপদ, আসাদুজ্জামান, বিশ্বজিত, আবুল হোসেন, জাহাঙ্গীর প্রমূখ।
খবর ৭১/ এস: