হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল ঃ নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কে বাদ দিয়েই সুলতান মেলার প্রস্তুতি সভা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দিনের কোন এক সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশন’র সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। পরবর্তীতে জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। এহেন ঘটনায় সরকার দলীয় অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ হয়েছেন। বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতানের প্রতি নড়াইলবাসির এক বিশেষ দূর্বলতা রয়েছে। মহান এ শিল্পীর ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ডিসেম্বরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সপ্তাহ ব্যাপী সুলতান মেলা হবে। এ মেলার প্রতি নড়াইল তথা দেশবাসির বিশেষ আকর্ষন রয়েছে। অথচ গুরুত্বপূর্ণ এ মেলার প্রস্তুতি সভায় আহবান জানানো হয়নি নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও দীর্ঘ ১০ বছর ধরে জেলা আওয়ামী লীগের দ্বায়িত্বে থাকা সুযোগ্য সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কে। গুরুত্বপূর্ণ অনেক মিডিয়ার কর্মীরাও এ মিটিং সম্পর্কে জানতে পারেন নি। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন রাজনৈতীক নেতা-কর্মী হতে শুরু করে নড়াইলের সাধারণ জনগন। প্রশ্ন দেখা দিয়েছে সুলতান মেলা নড়াইলবাসির প্রানের মেলা। এ মেলার প্রস্তুতি নিতে কেন এ গোপনীয়তা!
খবর ৭১/ ই: