হেদায়েত হোসাইন লিটন, বাগেরহাট প্রতিনিধি .
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারি ইউনিয়ন সাত দফা দাবীতে কর্মবিরতি পালন করেছে। বুধবার জেলা শাখার উদ্যোগে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের চত্তরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রমিক কর্মচারিরা বিক্ষোভ কর্মবিরতি,এই কর্মসুচি পালন
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারি ইউনিয়ন জেলা শাখার সভাপতি সরদার আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মো. ছরোয়ার হোসেন, ড্রাইভার সমিতির সভাপতি সিরাজ সেখ প্রমুখ।
বক্তারা বলেন, ৩০-৩৫ ধরে চাকুরি করলেও সরকার আমাদের পেনশন ভাতা চালু করেনি। ইতিমধ্যে যারা পেনশনে গেছে তারা আজ মানবেতর জীবনযাপন করছে। উচ্চ আদালতে নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসুচির ঘোষনা করতে বাধ্য হব।#
খবর ৭১/ ই: