সেলিম হায়দার,সাতক্ষীরা :
সাতক্ষীরা-যশোর মহাসড়কে কলারোয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাকেশ (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণুপদর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কলারোয়ার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এ সময় রাকেশ নামের এক কিশোরের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে আহত হয় অন্তত আরও ২০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ৭১/ ই: