খবর৭১:রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিবৃতি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর (কার্যত সরকারপ্রধান) অং সান সু চি। তিনি বলেছেন, জাতিসংঘের এই বিবৃতির ফলে সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে সংলাপ ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হতে পারে।
সোমবার (৬ নভেম্বর) নিরাপত্তা পরিষদ ওই বিবৃতি দেওয়ার দু’দিন পর বুধবার (৮ নভেম্বর) সু চি’র কার্যালয়ের পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে এ কথা বলা হয়।
খবর৭১/জি: