মোহাম্মদ রাশিদুল হাসান তামিম,নিউজ এডিটর,খবর ৭১:ডিগনিটি ইন্টারন্যাশনাল ফ্রান্সের বিখ্যাত এনজিও যারা সমগ্র পৃথিবীতে বিশেষ করে মুসলিম অধুষ্যিত অঞ্চলে সাহায্য,সহযোগীতা,ত্রাণ তৎপরতা পরিচালনা করে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ওয়াহিদ আব্বাসী ম্যাস্ট্রো গ্রুপ,কামরুল গ্রুপ এবং মোবিলিটি ওয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও ড.কামরুল আহসানকে প্রধান করে রোহিঙ্গাদের সাহায্য করতে বাংলাদেশে আগমন করেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।তাঁর টিমে আছেন ফ্রান্সের নাগরিক মোহাম্মেদ হাদজি,ড.মোহাম্মেদ সায়েদ হাদজি,আব্বাসী ইসলাম ও রেদোইন খরছি।ম্যাস্ট্রো গ্রুপের পক্ষে ছিলেন জুনায়েদ আজিজ।ডিগনিটি ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার বিকালে তাঁর টিম নিয়ে ম্যাস্ট্রো গ্রুপের অফিস পরদর্শন করেন।উনাকে এবং উনার টিমকে এসময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।অফিসে অবস্থানকালে উনি মুসলিম উম্মাহ সকলের জন্য দোয়া পরিচালনা করেন।ড.কামরুল আহসানের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে ডিগনিটি ইন্টারন্যাশনাল এর কার্যক্রম পরিচালনা করার ঘোষণা ব্যক্ত করেন।