নড়াইলে বিপিএম সম্মাননা স্মারক পেলেন জারা

0
513

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায় কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও কাজী হাফিজুর রহমান ও জেলা কমিউনিটি পুলিশিং অফিসার ভবতোষ রায়কে বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম সম্মাননা স্মারক এবং উপজেলা পর্যায় আব্দুল সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক ও মুলিয়া ইউনিয়ন মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুজাতা সিংহকে জেলা পুলিশ সুপার সম্মাননা স্মারক তুলে দেন শেখ হাফিজুর রহমান, সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।নড়াইল নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে। “জঙ্গি, মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের অফিসের সামনে থেকে বিভিন্ন সরকারি/ বেসরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক, শিক্ষক, ছাত্র/ছাত্রী, যুব সমাজ, নারী, পরিবহণ মালিক, শ্রমিক, অন্যান্য শ্রেণি পেশার প্রতিনিধিসহ কমিউনিটি পুলিশিং এর অংশগ্রহণে জঙ্গি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ, নারী ও শিশু পাচার, শিশু অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী প্লাকার্ড, ফেস্টুন, ব্যানারসহকারে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে যেয়ে শেষ হয়। র‌্যালি শেষে শিল্পকলা অডিটোরিয়ামে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সময় বক্তব্য রাখেন, নড়াইল -২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: মেহেদী হসান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, আব্দুল সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক, জেলা বাস ও পরিবহণ শ্যমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি মলয় কান্তি নন্দী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, আঞ্জুমান আরা, বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায় কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান ও জেলা কমিউনিটি পুলিশিং অফিসার ভবতোষ রায়কে বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম সম্মাননা স্মারক এবং উপজেলা পর্যায় আব্দুল সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিক ও মুলিয়া ইউনিয়ন মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুজাতা সিংহকে জেলা পুলিশ সুপার সম্মাননা স্মারক তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সহ-সভাপতি পৌর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক বুলু দাম, উপদেষ্টা সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান শাওন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এরপর সুরধাম সাংস্কৃতিক গঠনের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সময়ে শিল্পকলা চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এবং পরে তিনি চিত্রা নদীতে নড়াইল সদর থান ঘাট পয়েন্টে মাছের পোনা অবমুক্তকরণ করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here