ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

0
559

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি। এতে নান্দাইলের সেভেন নিউস্টার ব্রিকস কালীগঞ্জ জয় লাভ করে। উপজেলা আঠারবাড়ি মহিমচন্দ্র রায় চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ‘চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের আয়োজন করেন। গতকাল শনিবার বিকেলে ফাইনাল খেলায় কেন্দুয়া উপজেলার রেনেসাঁ ক্রীড়া কল্যান ক্লাব ও নান্দাইলের সেভেন নিউস্টার ব্রিকস কালীগঞ্জের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে নান্দাইলের সেভেন নিউস্টার ব্রিকস কালীগঞ্জ জয়লাভ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আরিফ খান জয়। এতে আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের এমপি ফখরুল ইমাম, নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. আবদুর রহিম, ঈশ্বরগঞ্জের ইউএনও মিতু মরিয়ম, নান্দাইলের উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী স্বপন প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here