সেতাবগঞ্জ বড় মাঠে আমরা ক জন আয়োজিত উন্মুক্ত ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
980

 

বোচাগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি :- সেতাবগঞ্জ বড় মাঠ প্রাংগনে অনুষ্ঠিত হয়ে গেল আমরা ক জন আয়োজীত উন্মুক্ত ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় মেলাগাছি  একাদশ বিজয়ী লাভ করে চাম্পিয়ন হন।খেলায় সর্বমোট ১২টি দল অংশগ্রহন করেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়নট্রফি তুলে দেন সেতাবগঞ্জ পৌর সভার সন্মানিত মেয়র আব্দুস সবুর,বিশেষ অতিথি বোচাগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক,নুরল আনোয়ার চৌধুরী,বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক,আফছার আলী,দিনাজপুর জেলা পরিষদের সদস্য সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ এর সাঃসম্পাদক,নুরে আলম খন্দকার কাওছার,বোচাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক,শেখ রানা,ক্রিড়ামুদি মেসবাহুল,পৌরসভার কাউন্সিলর,তাহের মৃধা,বিশিষ্ঠ্য ব্যাবসায়ী সাইদুর ইসলাম,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য,কাইফ,সেতাবগঞ্জ পৌর  ছাত্রলীগের আহ্বায়ক ও মেসার্স  বিরবশু মাল্টিমিডিয়ার সত্ত্বাধিকারী, বিধান চক্রবর্ত্তী শুভ, উজ্জল তাস,সজল দাস প্রমুখ। খেলাটি কো-স্পন্সর করেন,মেসার্স বিরবশু মাল্টিমিডিয়া,প্রিতু টেলিকম,সোহাগ এন্টারপ্রাইজ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here