নড়াইল-২ আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক তৎপরতা

0
731

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং নড়াইল সদর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন। এ আসনে মোট ভোটার সংখা ৩ লক্ষ ২ শ’ ৩৭জন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, শিক্ষানুরাগী শিল্পপতি ও সমাজসেবক শেখ মোঃ আমিনুর রহমান হিমু, বিশিষ্ট ব্যবসায়ি সমাজসেবক বাসুদেব ব্যানার্জী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে সদর পৌর আওয়ামীলীগের সহসভাপতি হাবিবুর রহমান তাপস, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক উপকমিটির সহ সম্পাদক মোঃ রাশিদুল বাসার ডলার, এসএম আসিফুর রহমান বাপ্পি, এ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, শরীফ হুমায়ুন কবীর, লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ হাসান ইকবাল। বিএনপি’র প্রার্থীরা হলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার, জুলফিকার আলী মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, মেজর (অবঃ) মঞ্জুরুল ইসলাম প্রিন্স। বাংলাদেশ পিপলস পার্টির(এনপিপি’র) চেয়ারম্যান এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন চাইবেন। তিনি এ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেতে পারেন। ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নেতা শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জাসদের (আম্বিয়া) সভাপতি এ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরু, জাসদের (ইনু) কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির (এ) নেতা শরীফ মুনীর হোসেন মনোনয়ন প্রত্যাশী। জানা গেছে, এ আসনের বেশির ভাগ সংসদ সদস্যই নিজের আখের গোঁছানো সহ দলীয় গ্রুপিং এ ব্যস্ত সময় পার করেছেন। তাই নতুন মুখ বা ক্লিন ইমেজের নেতার প্রতি রয়েছে বেশি কদর। নতুন মুখ হিসাবে পরিচিত শিক্ষানুরাগী শেখ মোঃ আমিনুর রহমান হিমু আগামী দুই বছরের মধ্যে নড়াইল কে বেকার মুক্ত করা সহ মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ি বাসুদেব ব্যানার্জী বলেছেন, তিনি নড়াইলসহ সারা দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন এনে ব্যাপক আলোচনায় আসেন। ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করে এখনে তরুণ আওয়ামীলীগ নেতা হিসাবে বেশ আলোচিত হাবিবুর রহমান তাপস ও শরীফ মনিরুজ্জামান মনির যুবকদের কাছে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছেন। তারাও মাদক মুক্ত নিরাপদ সমাজ গড়তে কাজ করছেন। তারা এলাকায় গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন। এ আসনের সংসদ সদস্য সাহেবদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা, সোলার প্যানেল স্থাপন প্রকল্পসহ প্রায় বেশির ভাগ প্রকল্পে হরিলুটের অভিযোগ রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here