সাতক্ষীরার ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সংবর্ধনা

0
490

সাতক্ষীরা প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হওয়ায় সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সংবধর্না দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান ও শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হওয়ায় তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত ব্যক্তিদের সম্পর্কে বলেন, জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যে কর্মযজ্ঞ চলছে তা প্রশংসনীয়। আর এর স্বীকৃতি স্বরূপ তারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। তাদের কর্মযজ্ঞে এক সময় সাতক্ষীরা হবে দেশের রোল মডেল। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সংবর্ধনা স্মরক দেওয়া হয়। পরে উপজেলার মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম নির্মাণে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও মডেম দেয়া হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here