উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশের গাড়ি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়েছে এক চোর। স্থানীয় জনতার সহায়তায় নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদ চোরটিকে আটক করতে সক্ষম হন। আটককৃত চোরের নাম মমিন (৩০)। সে নড়াইল সদর উপজেলাধীন চালিতাতলা গ্রামের আজিজুল শেখের ছেলে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, এসআই ওহিদ জানান, সোমবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে খাবার খাওয়ার জন্য নড়াইল শহরের পানি মসজিদ সংলগ্ন তার ভাড়া বাসাতে যান। প্রতিদিনের মতো তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির বাইরে রেখে খাবার খাওয়া শুরু করেন। খাবার খাওয়া শেষে তিনি বাইরে বেরিয়ে দেখেন চোর মমিন মোটরসাইকেলটির তালা ভাঙ্গার চেষ্টা করছে। এসময় এসআই ওহিদ চোরকে ধাওয়া করেন এবং চিৎকার শুরু করেন। পরবর্তীতে স্থানীয় জনতা এগিয়ে আসলে চোরটি ধরতে সক্ষম হন এসআই ওহিদ। পরে চোরটিকে আটক করে নড়াইল সদর থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, আটককৃত চোরটি মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
খবর৭১/এস: