খবর৭১:মিরসরাই প্রতিনিধি :মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ফারুক হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ মাঈন উদ্দিন ফিলিং ষ্টেশন এর পশ্চিমে মহাসড়কের পাশ থেকে ফারুকের লাশ উদ্ধার করে। বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর গ্রামের মো: সুজাউল হকের পুত্র নিহত ফারুক হোসেন বারইয়ারহাটে কাপড়ের দোকানে চাকুরী করতো।স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় তার স্ত্রী জেসমিন আক্তার সোনিয়া মায়ের সাথে মাঈন উদ্দিন ফিলিং ষ্টেশনের পূর্ব পাশে ফকির সওদাগরের বাড়িতে ভাড়াতে থাকতো। এক পর্যায়ে ছোট বোনের প্রেমিকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আর পরিকল্পিত ভাবে স্বামীকে ছেলের কথা বলে বাসায় আসতে বলে এবং কথিত প্রেমিকসহ রাত একটার দিকে হত্যা করে লাশ বাড়ির বাহিরে জঙ্গলে ফেলে দেয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্স জাহিদুুল কবির বলেন,সোনিয়া ও তার প্রেমিক ছোট বোন সহ ঘুমের মধ্যে শ্বাসরোধ করে ফারুককে হত্যা করে,এবং আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর৭১/জি: