বোচাগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি : ১৯ অক্টোবর বৃহস্পতিবার আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের আয়োজনে ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রংপুরের সহযোগিতায় বোচাগঞ্জ উপজেলার মুশিদ হাট ইউনিয়নের মহারাজ পুর স্কুলে সকাল ১০টা হতে দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্প এর উদ্বোধন করেন আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজ সেবক রমিজা রৌফ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস সবুর,বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,আবু সৈয়দ হোসেন,সাধারণ সম্পাদক,আফছার আলী,যুগ্ন সাধারণ সম্পাদক,আবু তাহের মামুন,সহ দপ্তর সম্পাদক,ফিরোজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের মহাসচিব মোঃ তানভির মতিন চৌধুরী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফরিদ, মোঃ মিজানুর রহমান মিজান,রতন সহ এলাকার সুধীজন। দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার জন রুগীকে ব্যাবস্থাপত্র ও বিনা মুল্যে ঔষধ প্রদান করা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রংপুরের বিশেষজ্ঞ ডাক্তারগণ এর বিনা মুল্যে ব্যাবস্থাপত্র ও ঔষধ পেয়ে স্বাস্থ্যসেবা নিতে আসা হাজারো মানুষ আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ঠ সমাজ সেবক রমিজা রৌফ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবর ৭১/ এস: