গোদাগাড়ী উপজেলার ১৪টি কলেজ শিক্ষক কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিত

0
781

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কলেজ শিক্ষক কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিত। আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত রাজশাহীর বিজিবি সীমান্ত অবকাশ (পদ্মাপাড়) এলাকায় এই মিলন মেলার অনুষ্ঠান হয়। মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী তানোরের উন্নয়নের রুপকার গনমানুষের নেতা সাবেক প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার নিবার্হী কর্মকর্তা জাহিদ নেওয়াজ। মিলন মেলায় উপজেলার ১৪ টি কলেজের আটশত শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করে। শিশুদের প্রতিযোগিতায় ছিল মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা। কর্মচারীদের ২০১৫ হতে ২০১৬ সালের পিএসসি, জিএসসি, এস.এস.সি, এইচ.এস.সি, তে জি. পি. এ ৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এমপি ওমর ফারুক চৌধুরী বলেন শিক্ষক সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। তেমনি ভাবে আপনারা নিজ নিজ এলাকায় সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করেন। তিনি আরও বলেন আগামী ১০ বছর যদি আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকে তাহলে প্রাইমারী স্কুলের মত সম্পূর্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণ করা হবে। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, কলেজ শিক্ষক কর্মচারীর মিলন মেলার সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল করিম (শিবলী) প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক ও প্রভাষক আ.খ.ম আব্দুল্লাহ হিল আল মামুন (বাবলু) ও গোদাগাড়ী কলেজের প্রভাষক রিমি।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here