ঈশ্বরগঞ্জ রায়ের বাজার কালীমন্দিরের কমিটি গঠন

0
705

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী রায়ের বাজার কালীমন্দিরের কমিটি গঠন করা হয়েছে। শ্রী বিপুল কুমার সরকার (টলন) কে সভাপতি, শ্রী লক্ষণ বণিক, শ্রী মহাদেব ঘোষ, শ্রী হিরেন্দ্র মোদক, শ্রী ঝুটন পালকে সহ-সভাপতি, শ্রী সজল চন্দ্র ঘোষ কে সাধারণ সম্পাদক, শ্রী রনজিত বর্মন, শ্রী সুদর্শন বণিককে সহ-সাধারণ সম্পাদক ও শ্রী বিধান পাল কে কোষাধ্যক্ষ, শ্রী সফল চন্দ্র দাস কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দীর্ঘ ১১ বৎসর পর গত ৭ অক্টোবর ২০১৭ ইং তারিখে ওই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী প্রবোধ রঞ্জন সরকার।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here