মাগুরায় ১৭৫ পিস ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য গ্রেফতার

0
562

মাগুরা প্রতিনিধি॥ মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রাম থেকে গতকাল দুপুরে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও সরকারি বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার ১৫টি জাল সিল ও মটর সাইকেল চুরির সরঞ্জামসহ শ্যামলী মুরাদ নামে এক সংরক্ষিত ইউপি সদস্যকে আটক করেছে মাগুরার ডিবি পুলিশ। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য শ্যামলী মুরাদ এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ১শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তার বাড়ি থেকে পাসপোর্ট বহির্গমন শাখার সিল, মিনিস্ট্রি অব ফরেন এফেয়ারস, পুলিশের উর্ধতন পদবী, হাসপাতালসহ অন্তত ১৪টি সিল উদ্ধার করে। একই সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ওই ইউপি সদস্যের স্বামী একাধিক মটর সাইকেল চুরির মামলা মুরাদ মিয়ার ব্যবহৃত মটর সাইকেলের তালা ভাঙ্গার যন্ত্রপাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি আটক করে। তার বিরুদ্ধে মাদক ও জালিয়াতি মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here