ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0
751

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষ্যে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাঙ্গা উপজেলা হাসপাতাল চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ভাঙ্গা থানার এসআই রতনের সাথে বিএনপি’র নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ বিক্ষোভ মিছিলে থাকা ব্যানার কেড়ে নেয়। পরে নেতাকর্মীদের উপর পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কেন্দ্রীয় বিএনপি’ জাসাসের সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লার নেতৃত্বে মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, যুব দলের বিটু মুন্সি, পলাশ মুন্সি, মাহমুদুর রহমান তুরান, ছাত্র নেতা সানজিদ ফেরদৌস নিশো, যুব দল নেতা আমিন হোসেন সজিব, যুবায়ের আহমেদ আশিক, সজল তালুকদার, মো: আহসান, মিশান, হৃদয় মুন্সি, রমিম হাসান, বাসার মুন্সি, ইমরান মুন্সি, আলামিন হোসেন প্রমূখ।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here