খবর ৭১ঃ এবার কাশ্মীর নিয়ে বিতর্কে জড়াল ভারতের বিহার সরকার। রাজ্যের সরকারি স্কুলের পরীক্ষায় কাশ্মীর ও ভারতকে পৃথক রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে। যে প্রশ্নটি ঘিরে বিতর্ক তাতে জানতে চাওয়া হয়েছে, পাঁচটি দেশের নাগরিকদের কি নামে ডাকা হয়। ওই তালিকায় চীন, নেপাল, ইংল্যান্ডের পাশাপাশি কাশ্মীরকে আলাদাভাবে দেখানো হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বলিহারি বিহারের শিক্ষা দফতর। রাজ্য শিক্ষা দফতরের ‘পণ্ডিত’ ব্যক্তিরা মনে করেন, কাশ্মীর ভারতের অঙ্গ নয়। বরং আলাদা দেশ। রাজ্যের সরকারি স্কুলের পরীক্ষায় সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাওয়া হয়- চীন, নেপাল, ইংল্যান্ড, ভারত ও কাশ্মীরের নাগরিকদের কি নামে ডাকা হয়? গত ৫ অক্টোবর পরীক্ষা নেয়া হয়। বুধবার শেষ হবে পরীক্ষা।
কেন্দ্রের সর্বশিক্ষা অভিযান এবং বিহার শিক্ষা দফতরের আওতায় নেয়া হচ্ছে এই পরীক্ষা। প্রশ্ন উঠছে এটা কি ছাপার ভুল? কিন্তু প্রশ্নপত্র ছাপতে যাওয়ার আগে তা আগে কম্পিউটারে টাইপ করা হয়। এরপর তা যাচাই করে প্রশ্নপত্র ছাপতে চলে যায়।
এ নিয়ে ভারতে বিতর্ক উঠছে যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কী ভেবে কাশ্মীরকে দেশের তালিকায় জুড়ে দিলেন! অবশ্য কেউ কেউ ষড়যন্ত্রের তত্ত্বও বলে বিষয়টির ব্যাখ্যা করছেন।
এদিকে অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন-পিড়ন, আগ্রাসন নিয়মিত ঘটনা। কাশ্মীরিরা এই সঙ্কট থেকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
খবর ৭১/ইঃ