প্রেমিকের সাথে এভ্রিলের অন্তরঙ্গ ছবি ফাঁস!

0
1446

খবর৭১: গতকাল থেকে ফেসবুক জুড়ে ভাইরাল একটি ছবি। ছবিটিতে দেখা যায়, একজন নারী একজন পুরুষের পাশে শুয়ে আছেন। ছবিটি দেখে অনুমান করা যায়, এটিই জান্নাতুল নাঈম এভ্রিল।

এছাড়াও আরেকটি ভিডিও প্রকাশ পায়, যেখানে জান্নাতুল নাঈম এভ্রিলের বাইকের পেছনে চড়ে আছেন একজন ব্যক্তি। বাইকের ব্যক্তি ও বিছানার ব্যক্তিকেও এক করে দেখছেন অনেকেই।

এদিকে এমন বিতর্কিত ছবিটির সম্পর্কে কোন সাড়া দেননি এভ্রিল। পরবর্তীতে এভ্রিলের সহকারী পরিচয় দিয়ে একজন বলেছেন ছবিটি জান্নাতুল নাঈম এভ্রিলের নয়।

ওপর দিকে, এই ছবি ও ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে ‘মুসা বাপ্পি’ নামে একজন ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে। তিনি হিউম্যান অ্যাক্টিভিস্ট অ্যাট ফেয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একজন সদস্য।

তিনি সেই ছবি ও ভিডিও আপ করেছেন এবং লিখেছেন- ‘আমার এলাকার ও বাংলাদেশের অনেক পোলাপান হাইস্পিড বাইকার এভ্রিলের পাশে থাকার কথা দিয়েছেন! সুতরাং তাদের জন্য দুঃসংবাদ!……. যাদের এভ্রিলের জন্য মায়া কান্না হয়! তাদের জন্য এই ছবিগুলো। সুতরাং সে আমার কোনো বাঙালি মা-বোনের পথপ্রদর্শক হতে পারে না। ছবিগুলো একটু মিলিয়ে দেখবেন’!
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here