বিয়ে খুব খারাপ জিনিস: সালমান

0
781

খবর৭১: ইউলিয়া ভানতুরের সঙ্গে গাটছড়া বাঁধার কথা ছিল তার। কিন্তু, রোমানিয়ান মডেলের সঙ্গে এখনও সাতপাক ঘোরেননি তিনি। সালমান খান যতই ইউলিয়াকে সঙ্গে নিয়ে এখানে সেখানে যান না কেন, বিয়ে নিয়ে সালমানের মনোভাব বোঝা দায়। আর এর মধ্যেই সালমান দিলেন বিস্ফোরক বিবৃতি।

বরুণ ধাওয়ানের জুড়ুয়া টু উপলক্ষ্যে সম্প্রতি সালমানের সঙ্গে দেখা করেন ডেভিড ধাওয়ানরা। আর সেখানে সালমান প্রকাশ্যে বলেন, ‘ম্যারেজ বহুত বুরি হোতি হ্যায়(বিয়ে খুব খারাপ জিনিস)। বেশ মজা করে বিষয়টি বললেও বলিউড ভাইজানের ওই মন্তব্য সামনে আসার পর থেকেই ফের জল্পনা শুরু হয়েছে।

টাইগার জিন্দা হ্যায়-এর শুটিং-এর জন্য বর্তমানে ব্যস্ত সালমান খান। ওই সিনেমার শুটিং শুরু হতেই ফের নাকি কাছাকাছি আসতে শুরু করেন সালমান, ক্যাটরিনা। যা নিয়ে সংবাদমাধ্যমে বেশ জল্পনাও শুরু হয়। কিন্তু, টাইগার জিন্দা হ্যায়-এর শুটিংয়ে তাদের নিয়ে জল্পনা হলেও, এ বিষয়ে মুখে কুলুপ এটেই রয়েছেন সালমান খান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here