শায়েস্তাগঞ্জে কাচামরিচের কেজি ২৫০ টাকা, দাম বেড়েছে অন্যান্য সবজির

0
1142

 

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ কাচামরিচের কেজি ২৫০ টাকা বিক্রি হচ্ছে। দাম ও বেড়েছে অন্যন্য সবজিরও। সাধারণ মানুষ পড়েছে বিপাকে। চাউলের দাম বাড়ার সাথে সাথে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নিন্ম আয়ের লোকেরা দিশেহারা। শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার, আলীগঞ্জ বাজার, ও পুরান বাজারে খুচরা বিক্রেতারা কাচামরিচ বিক্রি করছে ২৫০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা, আলু ২০-২৫ টাকা, বরবটি ৬০ টাকা কেজি, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, চড়া কচু প্রতি কেজি ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, লাল শাক ৫০ টাকা, জলপাই ৮০ টাকা কেজি মিষ্টি লাউ প্রতিটি ১০০-১২০ টাকা, চালকুমড়া ৬০ কেজি লাউ ৬০-৮০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকা কেজি, গাজর ৬০ টাকা, মুলা ৬০ টাকা কেজি, ডেটা ৫০ টাকা, পেপে ৬৫ টাকা, লেবুর হালি ৪০ টাকা, লতি ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে ঘুরে দেখা গেছে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকলেও খুচরা বিক্রেতারা দাম বৃদ্ধি করে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। বাধ্য হয়ে ক্রেতারা ও কিনছেন বেশি দামে। বাজারে অনেক ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান পাইকারী বাজারে সবজির দাম একটু কম থাকলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে। কিন্তু বাধ্য হয়ে কিনতে হচ্ছে সবজি। রিক্সা চালক রমিজ আলী জানায় ৫৮ টাকা কেজি চাল এর মধ্যে শাকসবজির দাম বাড়ছে কি কষ্ট করে সংসার চালাচ্ছি আমি জানি। এদিকে খুচরা বিত্রেতাদের সাথে আলাপকালে জানায় বৃষ্টির কারণে এ বছর সবজি ফলন কম হওয়ায় দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে। ক্রেতাদের ধারণা বাজার মনিটরিং করলে সবজির দাম কমতে ও পারে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here