খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0
647

জাবি প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ী পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার কুমিল্লা জেলা জজ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো সোহেল রানা ও সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃতে মিছিলটি চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন হয়ে প্রান্তিক গেটে গিয়ে শেষ হয়।
আজ( ১০ অক্টোবর ২০১৭ ) সকাল ১১ টায় শাখা ছাত্রদলের সভাপতি মো সোহেল রানা ও সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃতে মিছিলটি চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন হয়ে প্রান্তিক গেটে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব,মিজানুর রহমান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন,রাধেশ্যাম বিশ্বাস এবং শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দূল কাদের মার্জুক, রোমান ও ছাত্রদল নেতা সবুজ আহমেদ ,আবু হেনা ,ইকবাল ,নাজমুল,হাবীব সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here