সুন্দরগঞ্জে ইউএনও’র কাছে চাঁদাদাবী: বখাটের কারাদণ্ড

0
529

অাবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)’র কাছে চাঁদাদাবী করায় মাইদুল ইসলাম (৩২) নামে এক বখাটের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রট, সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভার:)- মোহাম্মদ সামিউল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন। কারাদণ্ডাদেশপ্রাপ্ত বখাটে মাইদুল সুন্দরগঞ্জ পৌরসভার কলেজ পাড়াস্থ আশরাফ আলীর পুত্র।
সে দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল চুরি, ছিনতাই, চাঁদাবাজী ও মাদককারবারীসহ নানা ধরণের অপরাধ-প্রবণতা মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এরই একপর্যায়ে গতকাল সন্ধ্যায় ইউএনও’র কাছে চাঁদাদাবী করায় তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত এ আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here