গোদাগাড়ীতে সোয়া ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

0
864

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে সোয়া ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর মেজর এ.এম. আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ রবিউল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত রবিউলের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ৪ টি সিম কার্ড ও নগদ ১৮৮০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত রবিউল গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রাতেই আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের নামে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here