ইবির নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি আবির সম্পাদক জামাল

0
793

খবর৭১,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ব বিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাদের সংগঠন নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসনিম-ই-তারিক আবিরকে সভাপতি ও বাংলা বিভাগের জামাল আনসারীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রোববার সকাল ১১টায় বিশ্বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক বখতিয়ার হোসেন। পরে দুপুরে প্রীতিভোজ ও পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবর ৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here