আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চ-িপুর ইউপি’র সাধারণ নির্বাচনের দাবীতে বিক্ষোভ করেছে আন্দোলন কমিটি।
শুক্রবার রাতে উক্ত কমিটির আহ্বায়ক ও বিএনপি (ধানের শীষ) মনোনীত চেয়ারম্যান পদ-প্রার্থী- এম এ মালেকের নেতৃত্বে পাঁচপীর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উক্ত কমিটি কমিটির যুগ্ন আহ্বায়ক ও চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদ- প্রার্থী রাজা প্রামাণিক ( মোটর-সািকেল), আবু রায়হান রানু (ঘোড়া), সদস্য সচিব-১নং ওয়ার্ড সদস্য পদ-প্রার্থী- জহুরুল ইসলাম, সদস্য-৩ নং ওয়ার্ডের মিঠু মিয়া, ৪নং ওয়ার্ডের ফুল মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য পদ-প্রার্থী- খান বাহাদুরসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষজন। বক্তাগণ অবিলম্বে চ-িপুর ইউপি’র সাধারণ নির্বাচন পরিচালনার জানান।
উল্লেখ্য, গেল বছরের ৩১ মার্চ এ ইউনিয়নের সাধারণ নির্বাচন (৩য় ধাপে) অনুষ্ঠিত হবে মর্মে তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে মোতাবেক সকল পদে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীগণ। এরআগে ২৯ মার্চ বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়। পরবর্তীতে তা নিস্পত্তি হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২৯,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য- গোলাম মোস্তফা আহম্মেদ ইউনিয়নটির এই সাধারণ নির্বাচনে আ’লীগ (নৌকা) মনোনীত চেয়ারম্যান পদ- প্রার্থী হিসেবে রয়েছেন বলে জানা গেছে।
খবর৭১/এস: