‘রানী পদ্মাবতী’র পোস্টারে দীপিকার ঝলক

0
612

খবর ৭১:রানী পদ্মাবতীর শুটিং নিয়ে শোরগোল কম হয়নি। পদ্মাবতীর কাহিনী বাজেভাবে সিনেমায় উপস্থাপন করার অভিযোগে শুটিং সেটে হামলার ঘটনা ঘটে। লাঞ্ছিত করা হয় পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেও।

যে কারণে সিনেমাটি নিয়ে ছিল বেশ জল্পনা-কল্পনা।

শেষ পর্যন্ত পদ্মাবতীর পোস্টার প্রকাশে চোখ ঝলসে উঠল সবার। দীপিকা পাড়ুকোনের রাজকীয় উপস্থাপনায় আলোচক-সমালোচকদের চোখ এখন কপালে।

বাজিরাও মাস্তানির পর পদ্মাবতীতেও ফের দেখা যাবে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে।

চলতি বছরের ১ ডিসেম্বর মুক্তি পাবে ওই সিনেমা।

এখন দেখা যাক, বানশালির শত কোটি টাকারও অধিক বাজেটের এই সিনেমা কতটুকু সফল হয়। খবর ৭১/ ই;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here