ঈশ্বরগঞ্জে মনি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
749

খবর৭১:ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মনি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপি ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৪ সেপ্টেম্বর উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরচাটি গ্রামের আব্দুল মালেকের এক মাত্র ছেলে মনিরুল ইসলাম চকদার (৩৮) কে হত্যা করে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তেরচাটি নামক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত শুক্রবার নিহতের বাবা আব্দুল মালেক চকদার বাদি হয়ে মনির বন্ধু রাজন ফকিরের নাম উল্লেখ ও ৫জনকে অজ্ঞাতনামা করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দ্রুত হত্যাকরীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপি মানবন্ধন করে এলাকাবাসি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here