ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ আরাকানে মুসলিম গণহত্যা বন্ধ ও নাগরিকত্ব প্রদানসহ নিরাপত্তার দাবীতে বুধবার ফুলবাড়ীয়ায় ইত্তেফাকুল ওলামা শাখার ব্যানের হাজার হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, মুফতি আঃ কাদির, মুফতি মোঃ সালা উদ্দিন, মাওঃ আঃ রাজ্জাক, মাওঃ আবু হানিফা, মাওঃ হোসাইন আহামেদ, প্রমূখ।