অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মাজেদ বাবুর পক্ষে সহায়তা

0
652

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে-
ময়নসিংহের ঈশ্বরগঞ্জে পৌর সদরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে তিনটি পরিবার। এতে ৫টি বসত ঘর পুঁড়ে ভষ্মীভূত হয়ে যায়। শনিবার দিবাগত রাত ১১.৩০ টায় একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রোকনুজ্জামান এর নেতৃত্বে একটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। গতকাল সকালে পৌর বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার ও রান্নাবান্নার তৈজসপত্র বিতরন করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।
জানা যায়, উপজেলার পৌরসদরের দত্তপাড়া গ্রামের ৩নং ওয়ার্ড পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আহাম্মদ আলীর বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে তিনটি পরিবারের ৫টি ঘর পুড়ে যায়। বাড়ির মালিক আহাম্মদ আলী জানান, তার দুটি ঘর সহ মোঃ হাকিম আলীর দু’টি ঘর ও মোঃ আঃ হেকিমের ১টি ঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৩টি পরিবারের প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়। আগুনে ঘরসহ ঘরের মালামাল পুড়ে গেলেও তাদের ঘরে থাকা দু’টি কোরআন শরিফ আগুনে পুড়েনি। গতকাল সকালে পৌর বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে ক্ষতিগ্রস্থদের পুনঃর্বাসনের আশ্বাস দিয়ে শুকনো খাবার ও রান্নাবান্নার তৈজসপত্র বিতরন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম জিকো, পৌর বিএনপি ৩নং ওয়ার্ড এর সভাপতি খালেক সরকার।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রোকনুজ্জামান জানান, আগুন নেভানোর পর উদ্ধার কাজের সময় পুড়ে যাওযা ধ্বংসস্তুপের মাঝে অক্ষত অবস্থায় দু’টি কোরআন শরিফ পাওয়া যায়। কোরআন শরিফ দু’টি কাপড়ে মোড়ানো থাকলেও আগুন তাদের স্পর্শ করেনি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here