নড়াইলে যুবককে পিটিয়ে জখম!

0
555

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: বিএনপি করার প্রস্তাবে রাজি না হওয়ায় নড়াইলের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে একদল বিএনপি কর্মীর বিরুদ্ধে। বাম চোখে গুরুতর আহত অবস্থায় আশরাফুল খাঁ (২৫) নামে ওই যুবককে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোটে, আহত আশরাফুল খান জানান,একমাস আগে নড়াইলের কালিয়া উপজেলার পার-বাহিরডাঙ্গা গ্রামের শহীদ খাঁর ছেলে আশরাফুল খাঁকে একই গ্রামের ফকির খাঁ বিএনপি করার প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখান করে আসছিলেন। শনিবার তিনি ফকির খাঁর বাড়ির সামনে দিয়ে যাবার সময় বিএনপি কর্মী ইয়াসিন খাঁ (২৫) ও মাসুম খাঁ (৩০)সহ ৮-১০জন সহযোগীকে নিয়ে তিনি আশরাফুলকে এলোপাতাড়ি পিটিয়ে বামচোখসহ মাতাত্মক জখম করেন। এ প্রসঙ্গে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ শমশের আলী বলেন,‘অভিযোগ এখনও হস্তগত হয়নি। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here