বুড়ো বয়সেও ভেলকি দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ ৫-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন মেসি। গোল পেয়েছেন লুইস সুয়ারেজও।
শনিবার রাতে চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ। নিজে শট না নিয়ে তিনি মেসিকে পাস দিলে বাকি কাজটা সারেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর ৪৪ মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনের গোলে তিনি অ্যাসিস্টও করেছেন।
বিরতির পর ৫৮তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন সুয়ারেজ। এরপর ৭৯ মিনিটে রায়ান সেইলর দলের হয়ে শেষ গোলটি করেন। মায়ামির গোল উৎসবের কোনো জবাবই দিতে পারেনি অলিম্পিয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবেন মেসিরা। এরপর ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে।