আ’লীগের সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ

0
34

রাজধানীর বঙ্গবাজার এলাকায় পুলিশ সদর দফতরের সামনে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন। এতে বঙ্গবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর ২টায় পুলিশ সদর দফতরের সামনের সড়কে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। দাবি আদায়ে তারা সেখানে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।
ভুক্তভোগী পুলিশ সদস্যরা বলছেন, তারা গত ছয় মাস ধরে দাবি জানিয়ে আসছেন। পুনর্বহালের কথা বলা হলেও এখনো কোনো দৃশ্যমান সিদ্ধান্ত আসেনি। আদালত থেকে রায় পাওয়ার পরও তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ অবস্থান কর্মসূচিতে নেমেছেন।

এদিন সকাল থেকে সদর দফতরের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন পুলিশ সদস্যরা। চাকরিতে পুনর্বহালের দাবিতে নানান স্লোগান দিচ্ছিলেন। তবে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় সড়ক অবরোধে নামেন তারা।

এদিকে আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা সড়কে নামলে সদর দফতরের গেটে প্রায় শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য অবস্থান নেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বঙ্গবাজার মোড় পর্যন্ত যানজট আরও তীব্র হয়।

চাকরিচ্যুত এসআই রহমত উল্লাহ নাওসাদ গণমাধ্যমকে জানান, বিষয়টি সমাধানের জন্য পুলিশ সদর দফতর ১ ঘণ্টা সময় নিয়েছে। তারা সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here