খবর ৭১: হাতিরঝিল থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মহসিনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত চারদিন আগে তার অটো গ্যারেজে কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করলে, মহসিন চাঁদা দিতে অস্বীকার করে। সেই জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার রাত ১০টায় চাপাতি, রানদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মহসিনকে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। তার শরীরে অন্তত ১৮টি কোপ দেয়া হয়। বর্তমানে আশংকাজনক অবস্থায় মগবাজারে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি আছে। সন্ত্রাসীদের হামলায় আহত মহসিনকে গতকাল শুক্রবার হাসপাতালে দেখতে যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সেলিম রেজা, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সি: যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সেচ্ছাসেবক দলের নেতা ইঞ্জিনিয়ার এ, এইচ রাজু, বনানী থানা সেচ্ছাসেবক দলের নেতা মো: আলাউদ্দিনসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানা ,বনানী থানা, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড ও হাতিরঝিল থানা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।