ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
7

স্পোর্টস ডেস্ক: ভারতকে হারিয়ে বাংলাদেশের যুব এশিয়া কাপ জয়ের স্মৃতি এখনও তরতাজা। একই লক্ষ্যে আজ কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে মাঠে নামে বাংলাদেশ দল। কিন্তু বছরের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে পারেনি জুনিয়র মেয়েরা। ফাইনালে ভারতের কাছে হেরেছে ৪১ রানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়েওমাস স্টেডিয়ামে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন গংদি তৃষা। জবাবে ১৮.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা থামে ৭৬ রানে।

১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। ৮ রানের মাথায় ভিজে যোশিতার বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন মোসাম্মৎ ইভা। আরেক টপ অর্ডার সুমাইয়া আক্তারকে ফেরান ব্যারনেস সিসোদিয়া। তার ব্যাট থেকে আসে ৮ রান। এরপরই চাপে পড়ে টিম টাইগ্রেস।

অন্য প্রান্ত থেকে ওপেনার ফাহমিদা ছোয়া আশা জালাগেও ২৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি তিনি। ১২তম ওভারের শেষ বলে সুমাইয়া আক্তার আউট হলে দলীয় ৫৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আসা যাওয়ার মিছিলের মাঝে শুধু উইকেটরক্ষক ব্যাটার জুরিয়া ফিরদৌসের ব্যাট থেকে আসে ৩০ বলে ২২ রানের একটি ইনিংস।

এছাড়া বাকিদের কেউই আর দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পাননি। শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ৭৬ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে ১৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আয়ুষি শুক্লা।

এর আগে প্রথমে ব্যাটিং পেলেও সেভাবে রানের চাকা সচল রাখতে পারেনি ভারত। ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান হয়ে যায় ভারতের স্কোর। এমন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা। তৃতীয় উইকেটে ৪২ বলে ৪১ রানের জুটি গড়েন ত্রিশা ও প্রসাদ।

তবে ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টি সুলভ ম্যাচ উপহার দিতে পারেননি। ২১ বলে ১ চারে করেছেন ১২ রান। ১২তম ওভারের পঞ্চম বলে প্রসাদকে বোল্ড করে জুটি ভাঙেন হাবিবা ইসলাম।

এরপর ভারত আর সেভাবে রান তুলতে পারেনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানে থেমে যায় ভারতের ইনিংস। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন ত্রিশা। বাংলাদেশের  হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here