কদিন আগেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জয়ের পথে ফাইনালে টাইগার যুবারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। এবার নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটেও ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেপালকে বিশাল ব্যবধানে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা, শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভারত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। দুই দলের এই ম্যাচে আজ বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের পরিসর কমিয়ে আনা হয় ১১ ওভারে। এরপর আগে বোলিং করতে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন লাল-সবুজের দলের বোলাররা।
নেপালকে আগে ব্যাট করতে পাঠিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। ফলে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান করেই থামে নেপাল। এরপর ৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা গড়েন ৪৬ রানের উদ্বোধনী জুটি। ইভা ১৮ রান করে আউট হলেও ২৬ রান করে দলকে জিতিয়ে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন আরেক ওপেনার ছোঁয়া। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তার খেলেছেন ৬ বলে ১০ রানের ইনিংস। এ দুজনের জুটিতে ৭ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। ফারজানা ইয়াসমিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় লক্ষ্য গড়তে পারেনি নেপাল। দলের হয়ে আজ একটি করে উইকেট নিয়েছেন ফারজানা, আনিশা, ফাহমিদা, হাবিবা। নেপালের বাকি ৪ ব্যাটার হয়েছেন রানআউট।