বাংলাদেশিদের বিষয়ে ত্রিপুরার হোটেল মালিকদের নতুন সিদ্ধান্ত

0
22

চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল-রেস্তোরাঁ মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, মেডিকেল ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের থাকাসহ অন্যান্য সেবা দেয়া হবে। তবে বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে তারা।

এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) সংগঠনটি বলেছিল, প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশি অতিথিদের সেবা দেবে না।

সোমবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে তখন জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায়।

তবে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এবার চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন।

এদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমানকে ঢাকায় ফেরানো হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে তাদের দেশে ফিরতে বলা হয়।

এরমধ্যে কলকাতার মিশনপ্রধান বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন, আর ত্রিপুরার সহকারী হাইকমিশনারেরও ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় এসে আশরাফুল সিকদার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যদিও এ বিষয়ে অফিশিয়ালি কোনো বিবৃতি মেলেনি এখনও।

অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মুহম্মদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: দ্য হিন্দু, নর্থইস্ট নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here