তিন বছর সাত মাস পর কারামুক্ত বাবুল আক্তার

0
6

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার তিন বছর সাত মাস পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন বাবুল আক্তারের স্ত্রী ইসমাত জাহান মুক্তা।

২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর তিনি ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। বিভিন্ন সময়ে জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। চলতি বছর হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন এবং গত ২৭ নভেম্বর শুনানি শেষে হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। জামিন স্থগিত চেয়ে মামলার বাদী বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন আবেদন করেছিলেন, তবে আদালত আজ জামিন বহাল রাখে।

বাবুল আক্তার জেল থেকে মুক্তি পাওয়ার পর কোনো মন্তব্য করেননি। তিনি পুলিশ পাহারায় কারাগার থেকে বের হয়ে যান। তার পক্ষে আইনজীবী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

বাবুল আক্তারের কারামুক্তির আগে কেন্দ্রীয় কারাগারের সামনে তার স্বজনরা অপেক্ষা করছিলেন এবং সেখানে উৎসাহী লোকজনের ভিড় ছিল। উল্লেখ্য, বাবুল আক্তার চট্টগ্রামে পুলিশ সুপার হিসেবে পদোন্নতির আগে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here