হজের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে চলতি বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। হজের ব্যয় কমানোর চেষ্টা চলছে। তবে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতরা সরকারি খরচে হজে যাবেন।